পর্যটন

পর্যটক জাহাজ কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ব্যতীরেকে অবৈধভাবে পর্যটকদের কাছে টিকিট বিক্রি করার অপরাধে কেয়ারি সিন্দাবাদ নামে সেন্ট মার্টিনগামী একটি পর্যটক জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

এসময় তিনি বলেন, সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে অবৈধভাবে টিকিট বিক্রির দায়ে কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রথম দিনের যাত্রা বিবেচনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক না করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি  বলেন, তিনজন পর্যটককে ১৮০০ টাকা করে অবৈধভাবে ট্রাভেল পাস ছাড়া (কিউআর কোড বিহীন) সরাসরি টিকিট বিক্রি করার অপরাধে এ জরিমানা করা হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সকাল থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে প্রায় ১ হাজার ২০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয় তিনটি জাহাজ। জাহাজ তিনটি হলো এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ। ৯ মাস বন্ধ থাকার পর আজ সোমবার (১ডিসেম্বর) ১২ নিদর্শনা দিয়ে সেন্টমার্টিন দ্বীপে গেছে ৩টি জাহাজ।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে। এ ছাড়া পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।

 

আই/এ