নতুন নকশার ৫০০ টাকার সরাসরি গ্রাহকের হাতে না দেয়া হলেও ফুটপাতে খোলা বাজারে ৫০০ টাকার নোট ৬০০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মতিঝিল খোলা বাজারে এ চিত্র দেখা যায়।
এর আগে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি গ্রাহকের হাতে নোট দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেওয়ার পর ব্যাংকগুলো সেই টাকা গ্রাহকের হাতে দিচ্ছে।
দুপুর পর্যন্ত খোলা বাজারে নতুন ৫০০ টাকার নোট বিক্রি হতে দেখা না গেলেও বিকেলে বিক্রেতাদের কাছে এ নোট আসে। মতিঝিলের ১০ জন নোট বিক্রেতার মধ্যে দুজনের কাছে ৫০০ টাকার নোট এসেছে। তাঁরা জানান, ৫৮০ টাকা দিয়ে প্রতিটি নোট কিনতে হয়েছে। সে জন্য তাঁরা ৬০০ টাকা দাম চাইছেন। তবে এ নোটের জন্য কোনো গ্রাহক দেখা যায়নি।
নতুন নোটের নকশায় আগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির বদলে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সই আছে।
আই/এ