আন্তর্জাতিক

ইমরান খানের পক্ষে অনলাইন তৎপরতার অভিযোগে

পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে অনলাইনে কর্মকাণ্ড চালানোর অভিযোগে আট সাংবাদিক ও কয়েকজন অনলাইন মন্তব্যকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এই রায়টি ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেফতারের পর সহিংস বিক্ষোভের মামলার ভিত্তিতে দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির, শাহীন সেহবাই, ইউটিউবার আদিল রাজা, সৈয়দ আকবর হুসেইন এবং বিশ্লেষক মঈদ পীরজাদা।

দন্ডিত সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান অভিযোগ করেছেন, তিনি কোন সমন পাননি।  তার সঙ্গে কখনো বিচারিক যোগাযোগ হয়নি।

এই রায়কে রাজনৈতিক নাটক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তানে #সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানে #অনলাইনে কর্মকাণ্ড #আট সাংবাদিক #যাবজ্জীবন কারাদণ্ড