বিএনপি

নির্ধারিত সময়ে তফসিল ঘোষণায় আপত্তি নেই বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনও পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। কাজেই আমরা আশা করি, নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে। আল্লাহর রহমতে খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তিনি এ প্রক্রিয়ায় যুক্ত হবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খাঁন বলেন,  আমরা বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি। এখন থেকে ১৪, ১৫ বছর আগে থেকে। জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তাদের ভোটের অধিকার দিতে চাই। সে অধিকার প্রয়োগ করেই যেন তারা নির্ধারণ করতে পারেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে। তাদের এই অধিকার বিলম্বিত হোক সেটা আমরা চাই না।

তিনি বলেন,  দলের পক্ষ থেকে এভাবে আলোচনা করা হচ্ছে এবং তারা এখনও বলছেন যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী। সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা তারা বলেন,  তাহলে হয়ত নির্বাচন বিলম্বিত  হবে।  দলের পক্ষ থেকে এখনও এমন কোনও সিদ্ধান্ত আসেনি।

তারেক রহমানের ভোটার হওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তিনি বাংলাদেশের নাগরিক। তিনি দেশে আসবেন, এটা নাম উঠানোর (ভোটার তালিকায়) জন্য সময় পার হয়ে যায় নাই। এ নিয়ে কোনও সংকট নেই।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নজরুল ইসলাম খান