বলিউড তারকা শিল্পা শেঠি নিজের নাম ও ছবি অনাধিকারভাবে ব্যবহার এবং অপব্যবহারের অভিযোগে আইনের আশ্রয় নিয়েছেন। এর আগে একই অভিযোগে আদালতে গিয়েছিলেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। এবার সেই পথেই হাঁটলেন শিল্পা।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি বম্বে হাইকোর্টে মামলা করেছেন তিনি। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয়কে আসামি করা হয়েছে।
শিল্পার অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে তার অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। অসংখ্য ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম তার নাম ও ছবি ব্যবহার করছে। পাশাপাশি অজানা অনেক সাইটেও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়; এআই দিয়ে তৈরি তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান বলেন, ‘দীর্ঘসময় ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিল্পা শেঠি নিজের পরিচিতি তৈরি করেছেন। কোনো ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম বা ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না। এসব অননুমোদিত ব্যবহার তার মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করছে।’
তিনি আরও জানান, কারো পরিচিতি না জানিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনের চোখে অপরাধ। তাই আদালতের কাছে এই অপব্যবহার বন্ধ ও শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষার আবেদন জানানো হয়েছে।
গত কয়েক বছর ধরেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ছেন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রা। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্ট তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নির্দেশনা দেয়।
এসএইচ//