বলিউডের অন্যতম সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে সে এখন হলিউডের প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। অসংখ্য ভক্ত ও অনুরাগীর ভালোবাসা পেলেও তার পথচলার শুরুতে একাকীত্বের কষ্টের সম্মুখীন হতে হয়েছিল তাকে। এক সময় তার জীবনে অনেক তারকা থাকলেও তখনো তিনি নিজেকে একা অনুভব করেছেন। তার পাশে থাকার মতো সত্যিকারের বন্ধু ছিল না, যার সঙ্গে নিজের অনুভূতি কিংবা কষ্টগুলো ভাগ করা যায়।
২০০৫ সালে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া তার একাকীত্বের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন। সে সময় তার বাবা অশোক চোপড়া যকৃৎ ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা নিজের একাকীত্বের কথা প্রকাশ করে বলেন, "বলিউডে অনেক পরিচিতি ছিল, তবে এমন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যার সঙ্গে রাতের আঁধারে ফোনে কথা বলা যায় অথবা যে আমাকে শোনার জন্য পাশে থাকবে।"
তবে সেসময়েই অনেকেই টের পেয়েছিলেন যে প্রিয়াঙ্কা চোপড়া একজন সম্ভাবনাময় অভিনেত্রী, যার মধ্যে সফলতার অনেক দিগন্ত অপেক্ষা করছে।
প্রযোজক সুনীল দর্শন বলেছিলেন, "একবার আমার অফিসে এসেছিল ও। মাত্র ১৫ মিনিট ওকে দেখে আমি বুঝে গিয়েছিলাম, এটা আরেকটি অসাধারণ প্রতিভা।" তখন হয়তো তার আন্তর্জাতিক পরিচিতি অর্জন করার পরিকল্পনা ছিল না, কিন্তু তিনি জানতেন, একদিন তিনি হিন্দি সিনেমার এক বিশাল তারকা হয়ে উঠবেন।
উল্লেখ্য, এ সময় প্রিয়াঙ্কা চোপড়া একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন। তার ‘ব্লাফমাস্টার’ সিনেমাটি দর্শকদের প্রশংসা পেয়েছিল এবং অভিষেক বচ্চনের সঙ্গে তার অভিনয় ছিল আলোচনার বিষয়। পাশাপাশি বলিউডের কিংবদন্তি তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার, হৃতিক রোশনের সঙ্গে একের পর এক সফল সিনেমায় কাজ করেছিলেন। তবুও এত সাফল্যের পরও তিনি শো-বিজের উজ্জ্বলতার মাঝে নিজের সত্যিকারের বন্ধু তৈরি করতে ব্যর্থ হন।
এসকে//