বিনোদন

শিল্পা–রাজ দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি রুপির মামলা

বিনোদন ডেস্ক

বলিউড তারকা শিল্পা শেঠি এবং তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা আবারও আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। বিনিয়োগের নামে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। 

বর্তমানে মামলাটি অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) তদন্ত করছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড এর ব্যবসা সম্প্রসারণের অজুহাতে এক ব্যবসায়ীর কাছ থেকে বড় অঙ্কের টাকা সংগ্রহ করেছিলেন।

অভিযোগকারী ব্যবসায়ী দীপক কোঠারি দাবি করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত শিল্পা-রাজ দম্পতির হাতে তিনি ধাপে ধাপে প্রায় ৬০ কোটি রুপি তুলে দেন।  শুরুতে এই অর্থকে ঋণ হিসেবে দেখানো হলেও পরে তা বিনিয়োগ হিসেবে কাগজপত্রে পরিবর্তন করা হয় যাতে কর সুবিধা নেয়া যায়।  

কিন্তু অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, অর্থটি ব্যক্তিগত খরচেই ব্যয় করা হয়েছে। তবে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা অভিযোগকে সরাসরি নাকচ করেছেন। 

তাদের বক্তব্য, “এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। কেবলমাত্র আমাদের মানহানি করার উদ্দেশ্যেই এমন অভিযোগ আনা হয়েছে।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিল্পা শেঠি #রাজ কুন্দ্রা