বলিউড কিং শাহরুখ খান তার ৬০তম জন্মদিনে ভক্তদের একেবারে দারুণ উপহার দিলেন। দিনটি শুধু জন্মদিনের উদযাপন নয়, প্রকাশ পেল তার নতুন ছবি ‘কিং’-এর টিজার, যা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
টিজারে শাহরুখকে একেবারে নতুন লুকে দেখা গেল—ট্যাটুতে মোড়া পেশী শরীর, দাড়িতে রুপালি ছোঁয়া, চোখে রোদচশমা। এক কথায়, এক্কেবারে ভয়ঙ্কর ও রহস্যময় ‘কিং’। আর অ্যাকশনধর্মী সংলাপের জন্য নেটিজেনরা মুহূর্তেই মাতোয়ারা: “কত খুন করেছি মনে নেই... শুধু শেষ মুহূর্তে দেখেছি, তাদের চোখে ছিল আমার জন্য ভয়।”

প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কেউ লিখেছেন, “এবার জওয়ানের রেকর্ড ভাঙবে,” আবার কেউ বলছেন, “২০২৬ হবে কিং-এর বছর।” বাংলাদেশ থেকেও শাহরুখভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল। বিশেষ উপস্থিতিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জি।

‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো একের পর এক অ্যাকশন ব্লকবাস্টারের জন্য পরিচিত। ছবির গল্পে দেখা যাবে এক মেন্টর ও তাঁর শিষ্যের বিপজ্জনক যাত্রা, যেখানে বাঁচার লড়াই ঠেলে দেয় তাদের চরম সীমায়। শাহরুখ নিজেই ঘোষণা করেছেন: “কিং আসছে না, কিং ফের জন্ম নিয়েছে।”
শাহরুখের এই নতুন লুক আর অ্যাকশন-packed টিজার দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। জন্মদিনের এই উপহার যেন সকলের আলোচনার কেন্দ্রবিন্দু—এবার ‘কিং’-এর ঝড়ই নিয়ন্ত্রণ করছে বলিউড।
এসি//