সৌদি আরবের মদিনার কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ হজ যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ভারতীয় নাগরিক। তাদের বড় অংশ তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে গিয়েছিলেন। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল।
সোমবার (১৭ নভেম্বর) সংবাদ সংস্থা গাল্ফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলো। আগুন ছড়িয়ে পড়ায় তারা বের হওয়ার সুযোগ পাননি। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ১০ শিশু রয়েছে।
উদ্ধারকারীরা বলছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। একারনে মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে।
এসএইচ//