আন্তর্জাতিক

ইসরাইল ইস্যুতে ‘না’ বলায় সৌদি যুবরাজের উপর ক্ষুব্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: টাইমস অফ ইসরায়েল

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সৌদি আরবকে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই প্রস্তাবে সরাসরি না বলায় সৌদি যুবরাজের ওপর  ক্ষুব্ধ ও হতাশ’  হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে  ইসরালি সংবাদমাধ্যম চ্যানেল-১২।

প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে হোয়াইট হাউজের বৈঠকে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি নিয়ে ট্রাম্প ও যুবরাজের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ভবিষ্যতে আলোচনার দরজা খোলা রেখেছেন বললেও যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, গাজায় ইসরাইলের আক্রমণ ও সৌদিতে ইসরাইলবিরোধী জনমতের কারণে এখনই সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।

এছাড়া বৈঠকে যুবরাজ উল্লেখ করেন, ইসরাইলফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধান অগ্রগতি না হলে সৌদি আরব এই পথে এগোবে না।

এদিকে হোয়াইট হাউজ জানায়, ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকেই আব্রাহাম চুক্তিতে যোগ দিতে উৎসাহিত করছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প #ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক #সৌদি আরব