জাতীয়

ভূমিকম্পে রেলিং ধসে আরও একজনের মৃত্যু, সারাদেশে নিহত ১০

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে রাজধানীর মুগদা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদের রেলিং ধসে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্য হয়েছে। এ নিয়ে ঢাকায় ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া নরসিংদীতে ৫ ও নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালের দিকে মুগদা থানার মদিনাবাগ এলাকায় এই ঘটনা ঘটে। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভূমিকম্পের সময় মাকসুদ ভবনের ওপরে ছিলেন, ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন। বাইরে আসার পরপরই ওই ভবনেরই ছাদের রেলিং ভেঙে পাশের ভবনের ওপর পড়ে, সেখান থেকে তার মাথায় পড়ে গুরুতর আহত হন ।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। লাশ ময়নাতদন্তের জন্য  ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূমিকম্প