রাজনীতি

যমুনায় যাচ্ছে প্রতিনিধিদল

গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দলের পদযাত্রায় পুলিশের বাধা

গণভোটসহ পাঁচদফা দাবিতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনা অভিমুখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটদলের রাজনৈতিক পদযাত্রায় বাঁধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে পদযাত্রাটি মৎস্য ভবন এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়।

পরে জামায়াতসহ আট রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশে রওনা হন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে তারা শাপলা চত্বর অভিমুখে আসতে থাকেন।

পরে তারা পুরানা পল্টনে অন্য দলগুলোর সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করবেন।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো—

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা;

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা;

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা;

৪. ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;

 

৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গণভোট #জামায়াত #বাংলাদেশ জামায়াতে ইসলামী #পুলিশ #পল্টন #যমুনা