মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্য থেকে বাংলাদেশসহ চার দেশের ১৮৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (০৫ নভেম্বর) রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানান।
কেনিথ তান আই কিয়াং জানান, বুধবার সকালে চার ঘণ্টা অভিযান চালিয়ে মোট ২১৯ জন বিদেশি শ্রমিক শনাক্ত করা হয়। এদের মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশসহ মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশীয়ার নাগরিকরা রয়েছে। এদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।
তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় কিছু শ্রমিক কারখানার সরঞ্জামের আড়ালে লুকানোর চেষ্টা করেন। তবে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসএইচ//