আন্তর্জাতিক

মামদানিকে আমার সঙ্গে ‘ভালো ব্যবহার’ করতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সহায়তা পেতে হলে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ওয়াশিংটনের প্রতি “সম্মানজনক আচরণ” করতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে ইতিহাস গড়েন মামদানি। তিনি প্রথম কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করতেই প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে সতর্কতা জানান।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাই সে সফল হোক, কিন্তু তার ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। না হলে সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না।   আমি নিউইয়র্ক শহরকে ভালোবাসি। আমি চাই নতুন মেয়র ভালো করুক- কারণ  আমি শহরটিকে সফল দেখতে চাই, তাকে নয়।’

তিনি আরও বলেন, মামদানির বিজয়োত্তর বক্তৃতা তার কাছে “অত্যন্ত রাগান্বিত” মনে হয়েছে। ট্রাম্প বলেন, ‘তার আমার সঙ্গে ভালো আচরণ করা উচিত। আমি এমন একজন যাকে তার শহরের অনেক বিষয় মেনে নিতে হবে। শুরুটা তার ভালো হয়নি।’

নিউইয়র্কের নির্বাচনে ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে রিপাবলিকান কার্টিস স্লিওয়া ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন। তিনি একজন অভিবাসী মুসলিম ও স্ব-বর্ণিত গণতান্ত্রিক সমাজতন্ত্রী, যিনি ভাড়া নিয়ন্ত্রণ, বিনামূল্যে গণপরিবহন, শিশু যত্ন, শহর পরিচালিত মুদি দোকান ও ন্যূনতম মজুরি বৃদ্ধির মতো প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, ট্রাম্পের কঠোর সমালোচনা সত্ত্বেও মামদানি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহী, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় কমানো ও নিউইয়র্কবাসীর উন্নয়নমূলক কাজ নিয়ে।

মামদানি মজার ছলে বলেন, ‘হোয়াইট হাউস থেকে এখনও আমাকে অভিনন্দন জানানো হয়নি, তবে আমি প্রেসিডেন্টের সঙ্গে বসে আলোচনা করতে আগ্রহী—কীভাবে আমরা একসঙ্গে নিউইয়র্কবাসীর জন্য কাজ করতে পারি।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জোহরান মামদানি #ডোনাল্ড ট্রাম্প