আন্তর্জাতিক

পায়ে হেটেই বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করেছে ইসরাইল। শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। ফলে নিজ জন্মস্থানে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা।

গাজায় অবস্থানরত এএফপি-এর সাংবাদিকরা জানিয়েছেন, হাজার হাজার ফিলিস্তিনি উপকূলীয় সড়ক ধরে নিজ এলাকার দিকে হাঁটছেন। 

খান ইউনুসের বাসিন্দা আমীর আবু (৩২) এএফপিকে জানান, ‘ শোক নিয়েই ফিরছি, কারণ আমাদের ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ। তবুও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই—অবশেষে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।’ 

এর আগে শুক্রবার সকালে ইসরাইলি মন্ত্রিসভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রস্তাবিত যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা শেষ ইসরাইলি বন্দিদের মুক্তির পরিকল্পনা অনুমোদন করে। এই পদক্ষেপকে দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও কি অস্ত্র সমর্পণ করবে কি না, যুদ্ধ শেষে গাজার প্রশাসন কার হাতে যাবে—তা এখনো অনিশ্চিত।

তবুও এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাতের অবসানের পথে সবচেয়ে আশাব্যঞ্জক ধাপ বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

দুই বছরব্যাপী এই যুদ্ধে ৬৭ হাজার ২১১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১ লাখ ৬৯ হাজার ৯৬১ জন। এছাড়া  গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দুর্ভিক্ষে বিপর্যস্ত হয়েছে লাখো মানুষ। আরও অনেক বন্দি এখনো গাজায় জীবিত বা মৃত অবস্থায় পড়ে আছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #ইসরাইল #হামাস