আন্তর্জাতিক

আমেরিকায় বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে এ হামলা হয়। 

পেনসিলভানিয়া রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, একটি পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে নিহতরা হামলার শিকার হন। 

বিবিসি জানিয়েছে, ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল পূর্বে নর্থ কোডোরাস টাউনশিপের ইয়র্ক কাউন্টির একটি গ্রামীণ এলাকায় এই হত্যাকান্ড ঘটে। 

রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে  অনেক তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বুধবার বিকেলে সেখানে গেছেন। তিনি নিহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। শোক জানিয়ে বলেছেন, দেশের সেবা করতে গিয়ে পুলিশের তিন কর্মকর্তা প্রাণ দিয়েছেন। 

নিহত তিন কর্মকর্তার সম্মানে রাজ্যে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আমেরিকা #বন্দুকযুদ্ধ