দক্ষিণ গাজায় দুর্ঘটনাজনিতভাবে সহকর্মীর ছোঁড়া গুলিতে এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) এ ঘটনায় প্রাণ হারান আইডিএফ সদস্য অ্যারিয়েল লুবলিনার।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক দশক আগে ব্রাজিল থেকে ইসরাইলে আসেন লুবলিনার। চলমান গাজা আগ্রাসনে এ পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে, আর আহত হয়েছেন কয়েক হাজার।
নিহত লুবলিনার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীতে সার্জেন্ট ফার্স্ট ক্লাস পদে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।
এসকে//