আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫০

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হওয়া এ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ২৫০ জন এবং আহত পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নানগারহার ও কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আহত ১১৫ জনের বেশি মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। মূল ভূমিকম্পের পর অন্তত তিন দফা আফটারশক রেকর্ড করা হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

কম্পনের তীব্রতা শুধু আফগানিস্তানের রাজধানী কাবুলেই নয়, প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাতেও অনুভূত হয়। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কেঁপে ওঠে ভবন।

উল্লেখ্য, গেল বছর ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছিল। সেই ঘটনায় অন্তত ৪ হাজার মানুষের মৃত্যু হয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তান #ভূমিকম্প