যুক্তরাষ্ট্র ১৯টি দেশের জন্য সব ধরনের অভিবাসন কার্যক্রম- গ্রিন কার্ড, নাগরিকত্ব ও আশ্রয় প্রক্রিয়া স্থগিত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গেল জুন মাসে এসব দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। যা এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞায় রূপ পেল।
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর এক আফগান শরণার্থীর হামলার পর ট্রাম্প সরকার তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী গ্রহণে আরও কঠোর অবস্থান নেয়। হামলায় এক সেনা নিহত এবং অন্যজন গুরুতর আহত হন।
স্থগিতের তালিকাভুক্ত দেশগুলো:
আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
হামলার ঘটনার পর প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়, ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি করেছে, এবং এজন্যই অভিবাসন প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প সোমালিয়ার শরণার্থীদের কঠোর সমালোচনা করেন এবং কংগ্রেস সদস্য ইলহান ওমরকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন।
এসএইচ//