মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে সবগুলোরই মাত্রা ছিল মৃদু বা মাঝারি হলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার মধ্যে তিনবার কম্পন অনুভূত হয় দেশে।
বুধবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে প্রথমবার ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর।
ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, কম্পনটি খুব হালকা হওয়ায় অনেকেই টের পাননি। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রথম কম্পনের মাত্র এক মিনিট পর, ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে, সিলেটে ৩.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিস জানায়, এর উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর। মৃদু কম্পন হওয়ায় অধিকাংশ মানুষই তা বুঝতে পারেননি।
বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি জানায়, এর মাত্রা ছিল ৩.৬। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ২১ নভেম্বর সকালে সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে ১০ জন নিহত হন। আহত হয় আরও অন্তত ৬০০ জন।
এমএ//