খেলাধুলা

নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

বায়ান্ন স্পোর্টস ডেস্ক

অধিনায়ক লিটন কুমার দাসের অর্ধশতকে ভর করে তিন ম্যাচ টি২০ সিরিজের ১ম ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

 

১৩৭ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথম তিন বলের তিনটিকেই সীমানা ছাড়া করেন পারভেজ হোসেন ইমন। উড়ন্ত সূচনা পাওয়া এই ওপেনার অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। আরিয়ান দত্তের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৯ বলে ১৫ রান করেছেন এই ওপেনার।

তিনে নেমে রানের চাকা সচল রাখেন লিটন দাস। তাকে যোগ্য সঙ্গ দেন তানজিদ তামিম। শুরু থেকেই দেখে-শুনে ব্যাটিং করার চেষ্টা করেন তামিম। তবে উইকেটে থিতু হওয়ার পর ফুলটস ডেলিভারিতে উইকেট বিলিয়ে দেন তিনি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ২৯ রান এসেছে তার ব্যাট থেকে।

 

এরপরে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে কোন বিপদ ছাড়াই দলকে জয়ের বন্দরে নিয়ে যান লিটন দাস। ১৯ বলে ৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাইফ। আর ২৯ বলে অপরাজিত ৫৪ রান করেন লিটন কুমার দাস।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ