ভুল অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে বন্দি রাখার কারণে মৃত্যুবরণকারী এক ব্যবসায়ীর কবরে গিয়ে মাফ চেয়েছেন জাপানের পুলিশ ও কৌঁসুলিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অবৈধভাবে বিদেশে স্প্রে ড্রায়ার মেশিন রপ্তানির কারণে সিজো আইসামা নামে এক ব্যবসায়ীকে ২০২০ সালে আটক করা হয়। স্প্রে ড্রায়ার মেশিন তরলকে গুঁড়োতে পরিণত করতে পারে। এটি সামরিক বাহিনীও ব্যবহার করে।
আটকের পর অভিযোগ অস্বীকার করে সিজো আইসামার কোম্পানি ওহকাওয়ারা কাকোহকি জানায়, তাদের পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তা সত্ত্বেও সিজো আইসামাকে আটকে রাখা হয়।
আটকের পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে খাদ্যনালীর ক্যানসারে মারা যান সিজো আইসামা। কারাগারে বন্দি থাকার সময় আটবার জামিনের আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি। মারা যাওয়ার পাঁচ মাস পর তার বিরুদ্ধে তোলা অভিযোগ বাতিল করা হয়।
জামিন না দেওয়ায় এবং অন্যায়ভাবে আটক করায় পুলিশ এবং আদালতের কৌঁসুলিরা তার কবরে গিয়ে মাফ চেয়ে এসেছেন।