আন্তর্জাতিক

২০২৭ সালের মধ্যে রাশিয়ান গ্যাস আমদানি বন্ধ করবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় পার্লামেন্ট ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে।

বুধবার (০৩ ডিসেম্বর) কাউন্সিলের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের শেষ নাগাদ রাশিয়ার তরলীকৃত গ্যাস (এলএনজি) এবং ২০২৭ সালের শরৎ থেকে পাইপলাইন গ্যাসের আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই চুক্তির লক্ষ্য হলো রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ও নিরাপদ ইউরোপীয় জ্বালানি বাজার গড়ে তোলা। নিয়ম কার্যকর হওয়ার ছয় সপ্তাহ পর থেকেই রাশিয়ান গ্যাস আমদানি বন্ধ হবে, তবে বিদ্যমান চুক্তিগুলোর জন্য একটি সীমিত ট্রানজিশন পিরিয়ড থাকবে।

এ ছাড়া সদস্য রাষ্ট্রগুলোকে গ্যাস সরবরাহ বৈচিত্র্য পরিকল্পনা জমা দিতে হবে এবং এক মাসের মধ্যে কমিশনকে জানাতে হবে তাদের রাশিয়ার সঙ্গে কোনো বিদ্যমান গ্যাসচুক্তি আছে কি না।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রাকৃতিক গ্যাস আমদানি #রাশিয়া #ইউরোপীয় কাউন্সিল #ইউরোপীয় পার্লামেন্ট