খেলাধুলা

স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে জার্মানি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

জার্মানির বিশ্বকাপের টিকিট ঝুলে ছিল অনিশ্চয়তার দড়িতে। প্রথম দেখায় স্লোভাকিয়ার কাছে হারের স্মৃতিও ছিল তাজা। তবে লাইপজিগের রেড বুল অ্যারেনায় সোমবার (১৭ নভেম্বর) রাতে সেই চাপের কোনো ছাপই রাখল না জার্মানি। বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষকে ৬-০ গোলে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই গোল বন্যায় মেতে ওঠে স্বাগতিক দল। ১৮তম মিনিটে জসুয়া কিমিখের ক্রসে লাফিয়ে হেডে গোল করে দলকে এগিয়ে নেন নিক ভল্টামাডা। পরের গোলটি আসে ২৯তম মিনিটে লেয়ন গোরেটস্কার থ্রু পাস ধরে পেনাল্টি স্পট থেকে শটে ব্যবধান বাড়ান সের্গে গিনাব্রি।

এরপর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় জার্মানি। ৩৬তম মিনিটে ফ্লোরিয়ান ভিয়েৎসের পাস ধরে জোরালো শটে জালের দেখা পান লেরয় সানে। এরপর ভিয়েৎসের ক্রস ধরে কাছ থেকে দ্বিতীয়বার লক্ষ্যে ঠুকেন সানে। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও জার্মানির আক্রমণ থেমে থাকেনি। ৬৭তম মিনিটে সতীর্থদের নান্দনিক পাসিং প্লে থেকে  বল পেয়ে জালে পাঠান বদলি হিসেবে নামা রিডলে বাকু। এরপর মাঠে নামার ৯০ সেকেন্ডের মধ্যেই কোনাকুনি শটে দলের ষষ্ঠ গোলটি করেন তরুণ মিডফিল্ডার আসান ওয়েদরেগো।

সেপ্টেম্বরে যে স্লোভাকিয়ার বিপক্ষে হারের মধ্য দিয়ে বাছাই অভিযান শুরু করেছিল জার্মানি, সেই দলের বিপক্ষেই শেষ রাউন্ডে এমন দাপুটে জয়ে ঘুরে দাঁড়ানোর গল্প পূর্ণতা পেল। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ সেরা হিসেবে সরাসরি বিশ্বকাপে উঠল তারা।

অপরদিকে, ১২ পয়েন্ট পাওয়া গ্রুপ রানার্সআপ স্লোভাকিয়াকে যেতে হবে প্লে-অফে।

বিশ্বকাপ বাছাইপর্বে এই বড় জয় তুলে নিয়ে জার্মানরা জানিয়ে দিল; ২০১৮ ও ২০২২-এর হতাশার পর এবার তারা বিশ্বমঞ্চে ফিরছে নতুন উদ্যমে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুটবল #জার্মানি #বিশ্বকাপ #স্লোভাকিয়া