আন্তর্জাতিক

ইসরায়েলে আবারও যাচ্ছে জার্মানির অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজায় গণহত্যার কারণে ইউরোপজুড়ে তীব্র সমলোচনার মুখে গেল আগস্ট মাসে ইসরায়েলের ওপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল জার্মান সরকার। কিন্তু দুই মাসেরও কম সময়ের মধ্যে লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইসরায়েলে আবারও অস্ত্র সরবরাহের অনুমোদন দিচ্ছে দেশটি।

সোমবার (১৭ নভেম্বর) জার্মান সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহে প্রত্যাহার করবে।

এই সিদ্ধান্তের ফলে ২৪ নভেম্বর থেকে আবারও অস্ত্র রপ্তানী শুরু হবে।

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে বার্লিনের সামরিক সহায়তার বিরুদ্ধে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে।

চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে ১ লাখেরও বেশি মানুষ সমাবেশ করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরণের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায়

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ জার্মানি

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরায়েলে #জার্মানি #অস্ত্র সরবরাহের #গাজা