বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল সম্প্রতি আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে লো-ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন তিনি এবং শেষমেশ তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর ভক্তরা উদ্বিগ্ন হয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তবে শেহনাজের অসুস্থতার খবরের মাঝেও তিনি তার অনন্য হাস্যরসের মাধ্যমে এক চমৎকার মুহূর্ত সৃষ্টি করেছেন। অভিনেত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান তার ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা করণ বীর মেহরা। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান, শেহনাজ বর্তমানে হাসপাতালে শুয়ে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।
ভিডিওতে করণ বলেন, "আপনারা সবাই শেহনাজের সুস্থতার জন্য প্রার্থনা করবেন। দেখুন, শেহনাজ কেমন আছে।" তার কথায় হেসে ওঠেন শেহনাজ এবং বলেন, "ও আমাকে হাসানোর চেষ্টা করছে।" এই সাদামাটা কিন্তু প্রাণবন্ত মুহূর্তটি শেহনাজের অনুরাগীদের মাঝে কিছুটা আনন্দের সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, 'বিগ বস' শোতে শেহনাজ গিলের উপস্থিতি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। যদিও তার ক্যারিয়ার শুরু হয়েছিল পাঞ্জাবি সিনেমার মাধ্যমে। সম্প্রতি কলকাতাতেও একটি নতুন পাঞ্জাবি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
এসকে//