জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয় : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে  স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে ‘ঐতিহাসিক’ এবং ‘কূটনৈতিক সফলতা’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে—যা আগের তুলনায় ১৭ পয়েন্ট কম। 

তিনি বলেন, ‘আমাদের আলোচক দলের দক্ষতা ও কৌশলী অবস্থানই এই সাফল্য এনেছে। তারা দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি দৃঢ়ভাবে প্রমাণ করেছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরুর পর দলটি ধারাবাহিকভাবে কঠিন ও জটিল বিষয়—যেমন শুল্কনীতি, অ-শুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তা—নিয়ে কাজ করেছে। এর ফলেই আমরা বিশ্বের সবচেয়ে বড় বাজারে প্রবেশাধিকার বাড়াতে পেরেছি এবং আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছি।’

তিনি এই অর্জনকে বাংলাদেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক অবস্থানের স্বীকৃতি হিসেবেও দেখছেন। তার ভাষায়, ‘এই চুক্তি আমাদের জন্য শুধু একটি তাৎক্ষণিক লাভ নয়, বরং এটি দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশ এখন আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার পথে।’

এর আগে, যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা দেয়—বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর নতুন শুল্কহার আরোপ করা হয়েছে, যা শুক্রবার (১ আগস্ট) থেকেই কার্যকর হবে। রয়টার্স জানায়, হোয়াইট হাউসের ঘোষণায় পাকিস্তানের জন্য ১৯ শতাংশ, ভারতের জন্য ২৫ শতাংশ, মিয়ানমারের জন্য ৪০ শতাংশসহ বিভিন্ন দেশের নতুন শুল্কহার নির্ধারণ করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রের #বাংলাদেশি #শুল্ক