আবহাওয়া

মেঘের ভারে নত আকাশ, অতিভারী বৃষ্টিতে কাঁপবে চার বিভাগ

বায়ান্ন প্রতিবেদন

 

অবশেষে নেমে এলো বর্ষার ঘনঘটা। আকাশে জমেছে সীসার মতো কালো মেঘ, বাতাসে উড়ছে ভিজে পাতার ঘ্রাণ। দেশের দক্ষিণ-পূর্ব থেকে উত্তরাঞ্চল—সবখানেই শুরু হতে চলেছে এক টানা বৃষ্টির অনুরণন। কোথাও দমকা হাওয়া, কোথাও বজ্রপাত আর কোথাও আবার অঝোরে ঝরবে ভারী বৃষ্টি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতিভারী বর্ষণ।

বুধবার (৩০ জুলাই) একই ধারা অব্যাহত থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সারাদেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি বাড়বে। দেশের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা।

শুক্রবার (১ আগস্ট) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে কয়েকটি স্থানে।

শনিবার (২ আগস্ট) রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় বৃষ্টি, আর রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতিভারী বর্ষণ।

তাপমাত্রার পূর্বাভাস সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত।

শুক্রবার ও শনিবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি বা হ্রাস পেতে পারে।

পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ সম্পর্কিত আরও পড়ুন #বর্ষা #বৃষ্টি #আবহাওয়া