আন্তর্জাতিক

চলতি সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা প্রকাশ করবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। সংবাদ সম্মেলন বা বিবৃতির মাধ্যমে ওই পরিকল্পনা প্রকাশ করবেন তিনি।

নিজ দল লেবার পার্টি থেকে অব্যাহত চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন স্টারমার। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হচ্ছে, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি অর্জনের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা দিবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এছাড়া দুর্ভিক্ষ মোকাবিলায় গাজায় ত্রাণ সরবারহ করতে ব্রিটেনের প্রচেষ্টার বিষয়টি সেই পরিকল্পনায় থাকবে।

তবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি পাওয়ার বিষয়টি যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা ইসরাইলি বন্দিদের মুক্তির ওপর নির্ভর করবে।

এর আগে, জি-৭ ভুক্ত দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা জানায়। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ওই স্বীকৃতি দিবেন তিনি। 

 

এনএস/   

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #স্বীকৃতি