শহরের ভোর যেন ধীরে ধীরে নরম কুয়াশার চাদরে জেগে উঠছে। রাতের শেষে বাতাসে এসেছে হালকা শীতের স্পর্শ—অজানা কোনো ইশারার মতো। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও নেমে এসেছে শীতের সুরভি, আর তার ছোঁয়া মিলছে আজকের সকালেই।
বুধবার (০৩ ডিসেম্বর) ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৭ ডিগ্রি সেলসিয়াসে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। শীতের এই প্রথম চাপ বাড়ার আভাস মিলেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে—দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
শহরের কোলাহল শুরু হওয়ার আগেই এভাবে নেমে আসা শীত যেন জানিয়ে দিচ্ছে—ডিসেম্বর সত্যিই এসে গেছে।
এসি//