আন্তর্জাতিক

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় চলমান সহিংসতা থামাতে ৬০ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরাইল। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে স্থায়ী শান্তির পথ তৈরি হবে বলে আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প জানান, ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তগুলো মেনে নিতে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যেই আমরা যুদ্ধ বন্ধে দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে সব পক্ষের সঙ্গে কাজ করব।’

ট্রাম্প আরও জানান, কাতার ও মিসরের মধ্যস্থতায় এই উদ্যোগ এগিয়ে চলেছে। শান্তি প্রতিষ্ঠার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, ‘আমি আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে। কারণ এর বিকল্প পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছেন, ট্রাম্প এমন বার্তা দিয়ে একদিকে যেমন শান্তি প্রচেষ্টায় নিজেকে সম্পৃক্ত রাখছেন, তেমনি দুই পক্ষকেই সন্তুষ্ট রাখার কৌশল নিচ্ছেন।

তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্য রয়েছে হামাস ও ইসরাইলের মধ্যে। সেগুলো নিরসনে আরব মধ্যস্থতাকারী দেশগুলো কাজ করে যাচ্ছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘শান্তিচুক্তির সুযোগ আমাদের সামনে রয়েছে। আমরা জেরুজালেম থেকে একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের সেনা ও নাগরিকদের আত্মত্যাগ এই অঞ্চলে নতুন বাস্তবতা তৈরি করেছে।’

তিনি আরও জানান, ইসরাইল ‘আব্রাহাম চুক্তি’র ধারায় সম্পর্ক স্বাভাবিককরণ ও শান্তির বৃত্ত আরও বিস্তৃত করতে চায়। সিরিয়া ও লেবাননকেও এই আলোচনার পরিধিতে আনতে আগ্রহী তারা, তবে নিরাপত্তার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই।

উল্লেখ্য, ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি স্টিভ উইটকোফ সম্প্রতি ৬০ দিনের যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব দেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প সেই প্রস্তাবের দিকেই ইঙ্গিত করেছেন।

তবে আলোচনার গতি শ্লথ হয়ে পড়েছিল মূলত এক বিষয়ে মতানৈক্যের কারণে—ইসরাইল যুদ্ধবিরতি শেষে আবারও গাজায় হামলার অধিকার সংরক্ষণ করতে চায়। অন্যদিকে, হামাস সাফ জানিয়ে দিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা কোনো ধরনের অস্থায়ী সমঝোতায় যাবে না।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #ফিলিস্তিন #যুদ্ধবিরতি