রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (২৮ জুন) রাতে এ দুর্ঘটনায় নিহত হয়েছেন পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেঙ্কো। রোববার (২৯ জুন) ইউক্রেনীয় সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পাইলট সাতটি টার্গেট ধ্বংস করার পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। জনবসতি এলাকা থেকে বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বিমানটি। প্যারাশুট ছাড়তে না পেরে পাইলট ঘটনাস্থলেই মারা যান।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, গেল রাতে রাশিয়া ৪৭৭টি ড্রোন ও ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ২১১টি ড্রোন এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। একযোগে ছয়টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে।
চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেৎস জানিয়েছেন, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন এবং তিনটি বহুতল ভবন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ছবি প্রকাশ করেছে, যেখানে পুড়ে যাওয়া দেয়াল ও ভাঙা জানালার দৃশ্য স্পষ্ট।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের ছোড়া তিনটি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন সীমান্তবর্তী কুরস্ক ও রোস্তোভ অঞ্চল এবং দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল।
এসকে//