আন্তর্জাতিক

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যাকে তীব্র প্রতিবাদ ইরানের

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। গেল বৃহস্পতিবার (২৬ জুন) বিবিসি বাংলা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ও প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘অবৈধ’ এবং ‘জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।  

তিনি আরো বলেন, মার্কিন হামলাকে বৈধতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে আত্মরক্ষার অধিকার দেখানোর চেষ্টা করেছে, তা ‘আন্তর্জাতিক আইনের হত্যাকাণ্ড’

ইরাভানি তার চিঠিতে আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা বা হামলার হুমকি দেয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।  এ ধরনের হামলা সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ও যাচাই প্রক্রিয়াকেও ক্ষুণ্ণ করে

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসও এই হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।  

তিনি বলেন, যে কেউ বলপ্রয়োগ করবে তাকে অবশ্যই আন্তর্জাতিক আইনের আওতায় যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে হবে।  হামলার বৈধতা নিয়ে প্রশ্নের উত্তরে বলেন এটি শতভাগ বৈধ বলা যায় না।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতিসংঘ #পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা