আন্তর্জাতিক

গাজায় খাদ্য সংকটে ৯০ শতাংশ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজার ৯০ শতাংশেরও বেশি মানুষ এখনও খাদ্য সংকটে আছেন। অনেকেই ২৪ ঘণ্টায় মাত্র একবার খাবার পাচ্ছেন। 

এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনে জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।

সংস্থাটি আরো বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ প্রতিদিন মাত্র দেড়শ ট্রাকের বেশী গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। গুদামে পর্যাপ্ত খাবার আছে। কিন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ৩৪২ জনকে হত্যা করেছে। ধ্বংসস্তূপে এখনো ১০ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজার ৯০ শতাংশে #খাদ্য সংকটে #যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন