জাতীয়

গেট বন্ধ, এনবিআরে ঢুকতে পারছেন না আন্দোলনকারীরা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ একাধিক দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সংস্থাটির প্রধান কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী রাজস্ব ভবন ও আশপাশের এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্য। এনবিআর ভবনে কেউ ঢুকতে বা বের হতে পারছে না।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১২টার দিকে আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের প্রধান গেট বন্ধ রাখায় অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে এনবিআর।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও এনবিআরের অতিরিক্ত কমিশনার হাসান মুহাম্মদ তারেক রিকাবদার বলেন, আমাদের ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই আমরা বাইরে অবস্থান করছি

তিনি বলেন, অর্থ উপদেষ্টা ডাকার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসবো। আমরা সব প্রকার আইন মেনে নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। আমার অফিসে আমি কেন ঢুকতে পারবো না? আমরা কোনো প্রকার দাঙ্গা-হাঙ্গামা করি নাই। আমরা আলোচনা প্রত্যাখ্যান করি নাই, প্রকৃত বিষয় হচ্ছে আমাদের আলোচনায় ডাকা হয় নাই। আজ যাদের ডাকা হয়েছে কর ও কাস্টমস ক্যাডারের প্রতিনিধিদের। কিন্তু প্রতিনিধি মনোনয়ন দেন প্রতিষ্ঠানের প্রধান চেয়ারম্যান। তিনি তাদেরই মনোনয়ন দিয়েছেন যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন এবং আন্দোলনকে নানাভাবে ব্যাহত করার চেষ্টা করেছেন। আমাদের ডাকলে আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই যাবে

এদিকে আন্দোলনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর কর্মকর্তাদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানায়। তবে আন্দোলনকারীদের সঙ্গে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ না করায় আলোচনায় অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন নেতারা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আগামী ২৮ জুন মার্চ টু এনবিআরকর্মসূচি ঘোষণা করেছে। একইসঙ্গে দাবি পূরণ না হলে ওইদিন থেকেই পূর্ণদিবস শাটডাউনেরও ঘোষণা দিয়েছেন তারা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এনবিআর