পঞ্চগড়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া এলাকায় পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে গাড়ির ফিটনেস না থাকা, রেজিস্ট্রেশন কাগজ নবায়ন না করা, মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকা, গাড়ির রেজিষ্ট্রেশন না থাকাসহ বিভিন্ন কারণে ৮ টি মামলা দায়ের করা হয়। এছাড়া ৪০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পঞ্চগড় সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ইয়াকুব আলী, সদর থানা পুলিশের সদস্যরাসহ পঞ্চগড় ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
আই/এ