দেশজুড়ে

হিমেল ছোঁয়ায় কাঁপছে তেঁতুলিয়া, পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

উত্তরের আকাশে সকালবেলার আলো ফোটার আগেই নেমে আসে শীতের নীরব স্পর্শ। যেন হিমালয়ের কোলে ভর করে তেঁতুলিয়ায় পৌঁছে যায় এক অদৃশ্য স্রোত—যার ঠান্ডা নিশ্বাসে কাঁপতে থাকে পঞ্চগড়। গত কয়েক দিনের মতো আজও সেই শীতের ছায়া যেনো আরও ঘন হয়ে জেঁকে বসেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৬টার রেকর্ড বলছে, তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। সংখ্যায় সামান্য বেড়েছে ঠিকই, তবে শীতের আঁচ একটুও কমেনি। বরং প্রবল হিমেল হাওয়ায় ভোর থেকেই থরথর কাঁপছে পুরো জেলা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ—যা শীতের কামড়কে আরও তীক্ষ্ণ করে তুলেছে।

সূর্য ওঠার সাথে সাথে পাতলা রোদের দেখা মিললেও ঠান্ডা বাতাসের তীব্রতা যেন দিনকে অর্ধেকেই আটকে দিয়েছে। আগের দিন বুধবারও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ ছুঁয়েছিল ২৯ ডিগ্রি। কিন্তু তার পরও শীতের তীব্রতা যে কমছে না, তা বুঝতে পারছেন সাধারণ মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে হলেও ধারাবাহিকভাবে নামছে। ডিসেম্বরের প্রথম দিকেই আরও প্রবল শীত নামার সম্ভাবনা রয়েছে। এমনকি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে—যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে উত্তরাঞ্চলেই।

শীতের এই আগমন তাই শুধু আবহাওয়ার পরিবর্তন নয়; এটি যেন উত্তর বাংলার প্রকৃতিতে শীতের বার্ষিক উৎসবের শুরু—যেখানে হিম ঠান্ডা বাতাসের সঙ্গে মানুষের প্রতিদিনের লড়াই আবার নতুন করে শুরু হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #শীত #তেঁতুলিয়া