বিনোদন

বাংলাদেশে পা রেখেই ঘাবড়ে গেলেন শাশ্বত!

বিনোদন ডেস্ক

ওটিটির যারা নিয়মিত দর্শক, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নাম নিশ্চয়ই তাদের অচেনা নয়। ‘তাকদীর’ আর ‘কারাগার’-এর মতো জনপ্রিয় সিরিজ উপহার দেয়ার পর এবার তিনি হাজির হচ্ছেন এক নতুন গল্প নিয়ে- নাম ‘গুলমোহর’। তবে সিরিজটি নিয়ে আলোচনা শুধু গল্প কিংবা পরিচালনার জন্য নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর অন্যতম চমকপ্রদ কাস্টিং- এই সিরিজের মাধ্যমে বাংলাদেশের ওটিটিতে প্রথমবারের মতো অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

চরকির আয়োজনে অনলাইনে এক আড্ডায় শাশ্বত প্রথম বাংলাদেশ সফরের অভিজ্ঞতা শেয়ার করেন। 

মজার ছলে এ অভিনেতা বলেন, “আকাশপথে বাংলাদেশের উপর দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু নামা হয়নি। এবার নেমেই মুগ্ধ। এই দেশের আতিথেয়তা সত্যিই অতুলনীয়।”

শাশ্বত স্মরণ করলেন বিমানবন্দরের এক অভিজ্ঞতার কথাও। বলেন, “দুজন অফিসার জিজ্ঞেস করলেন, কেন এসেছেন? বললাম, শুটিংয়ের জন্য। তখন তারা বলল, বাংলাদেশে ঢুকতে দেব না। আমি ঘাবড়ে গেলাম। পরে মজা করে বলল, আগে চা খেতে হবে, তারপর ঢুকতে দেব। এমন আতিথেয়তা দেখে মনটা ভরে গেল।”

শুধু অভ্যর্থনা নয়, বাংলাদেশের নাটকের সঙ্গেও তার শৈশব থেকেই পরিচয়।

জানালেন, একসময় কলকাতায় টিভিতে অ্যান্টেনার বুস্টার ঘুরিয়ে বাংলাদেশ টেলিভিশন দেখা যেত। সেই সময় থেকেই তিনি এদেশের নাটকের ভক্ত। বলেন, “বাংলাদেশে খুব ভালো ভালো নাটক হতো, আমি মুগ্ধ হয়ে দেখতাম।”

জানা গেছে, ‘গুলমোহর’ সিরিজের গল্প শুনেই রাজি হয়ে যান শাশ্বত। পরিচালক শাওকীর গল্প বলার ভঙ্গিমা আর চরিত্রের গভীরতাই তাকে আকৃষ্ট করেছে। এই সিরিজের মাধ্যমেই বাংলাদেশি কনটেন্টে প্রথমবার দেখা যাবে এই শক্তিশালী অভিনেতাকে।

সৈয়দ আহমেদ শাওকী ও শাশ্বত চট্টোপাধ্যায়ের এই নতুন জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু অপেক্ষা, কখন চরকির পর্দায় ফুটে উঠবে ‘গুলমোহর’-এর রঙ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শাশ্বত চট্টোপাধ্যায় #বাংলাদেশ