আর্কাইভ থেকে দেশজুড়ে

জুয়ার টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা

জুয়ার টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক জুয়াড়ি। নিহত ওই জুয়াড়ির নাম শরীফ (৩৫)। শরীফ ওই গ্রামের উখিলা শেখের ছেলে।

আজ বৃহস্পতিবার তার মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামে এই ঘটনা ঘটে।

বুধবার রাতে সে বিষপান করলে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতো। জুয়া খেলায় সে প্রায় ৭ লাখ টাকা জুয়াড়িদের কাছ থেকে ঋণ করে। পরে ওই ঋণের টাকা বুধবার রাতেই দেয়ার কথা ছিল। কিন্তু টাকা দিতে না পারায় সে বিষপানে আত্মহত্যা করেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব মিয়া জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন #জুয়ার #টাকা #পরিশোধ #করতে #পেরে #আত্মহত্যা