আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের পূর্ণ শক্তি ব্যবহারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার তেলের অবরোধ আরোপের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। 

বুধবার (২৪ ডিসেম্বর) রয়টার্সকে সাক্ষাৎকারে একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন আগামী দুই মাস ভেনেজুয়েলার তেল রপ্তানি বন্ধ করতে সামরিক বাহিনীকে পূর্ণ শক্তি নিয়োগের নির্দেশ দিয়েছে। 

বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী, ১১টি যুদ্ধজাহাজ, এক ডজনেরও বেশি এফ থার্টিফাইভ যুদ্ধবিমান এবং ১৫ হাজারেরও বেশি সেনা জড়ো করেছে পেন্টাগন। 

জাতিসংঘের বিশেষজ্ঞরা বুধবার এই সম্ভাব্য অবরোধের নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের শক্তি প্রয়োগ ‘অবৈধ সশস্ত্র আগ্রাসন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভেনেজুয়েলা #তেলের অবরোধ #ট্রাম্প প্রশাসন