গাজীপুরের ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহ নগর এলাকার নৌকা মিয়ার স্ত্রী কমলা বেগম (৫৫), তার নাতনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওয়ালের টেক এলাকার ইসাহাক মিয়ার মেয়ে অনাদি (১১) ও একই এলাকার মোবারক মিয়ার স্ত্রী সাদিয়া বেগম (২৫)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওয়ালের টেক এলাকায় ঢাকা-সিলেট রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী থেকে কিছুদিন আগে কমলা বেগম তার মেয়ের বাড়ি কালীগঞ্জের দেওয়ালের টেক এলাকায় বেড়াতে আসেন।
আজ বিকেলে দেওয়ালের টেক এলাকায় তারা রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। একই সময়ে আরেকটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। এতে তিনজন হতভম্ব হয়ে পড়েন। এক পর্যায়ে সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে তারা কাটা পড়েন।
এ ঘটনায় দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আই/এ