দেশজুড়ে

কোপা শামছু বাহিনী প্রধানের লাশ উদ্ধার, চর দখলের ঘটনায় নিহত বেড়ে ৬

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ-গোলাগুলিতে নিহত কোপা শামছু বাহিনীর প্রধান মো. শামছুর লাশ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে চরের একটি কিল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল না করার শর্তে শামসু বাহিনীর প্রতিপক্ষ আলাউদ্দিন বাহিনীর এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‌‘সংঘর্ষে শামছু বাহিনীর প্রধান ঘটনাস্থলেই নিহত হন। তার সহযোগীরা চরের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়ে সেটি প্রকাশ না করে লাশ অন্যত্র সরিয়ে ফেলেছেন। তার লাশের পাশাপাশি আরও দুটি লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এ জন্য পুলিশ প্রশাসন তিন জনের লাশ পায়নি।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৩০ বছর আগে হাতিয়ার মূল ভূখণ্ডের পশ্চিম পাশে মেঘনার কোলে চরটি জাগতে শুরু করে। চরটিতে এখন পর্যন্ত মানুষের স্থায়ী কোনও বসতি নেই।এই চরের জমি সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। তবে চরটির দখলে রয়েছে স্থানীয় তিনটি সন্ত্রাসী বাহিনী

সন্ত্রাসী দল তিনটি কোপা শামছু বাহিনী’, ‘আলাউদ্দিন বাহিনীফরিদ কমান্ডার বাহিনীনামে পরিচিত

ওসি মো. সাইফুল আলম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় হাতিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আজ দুপুরে মামলাটি করেছেন নিহত শামছুর ভাই আবুল বাশার।

গত মঙ্গলবার উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড-সংলগ্ন জাগলার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে স্থানীয়দার দাবি এ ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নোয়াখালী