রাজধানী

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ভালভ ফেটে রাজধানীতে গ্যাস সংকট

বায়ান্ন প্রতিবেদন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় অনেক জায়গায় গ্যাসের চাপ প্রায় নেই বললেই চলে।

শনিবার (১০ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মিরপুর রোডে গণভবনের সামনে বিতরণ লাইনের একটি ৪ ইঞ্চি ব্যাসের ভালভ হঠাৎ ফেটে গিয়ে লিকেজ সৃষ্টি হয়। লিকেজ নিয়ন্ত্রণে আনতে বিতরণ নেটওয়ার্কের কয়েকটি ভালভ সাময়িকভাবে বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়। এর ফলে রাজধানীর এসব এলাকায় মারাত্মক স্বল্পচাপ তৈরি হয়েছে।

এর আগে শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদে চলাচলরত একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে নদীর তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপের ভেতরে পানি ঢুকে পড়ে। একই সঙ্গে ঢাকায় গ্যাসের সরবরাহ কম থাকায় স্বল্পচাপের পরিস্থিতি আরও বেড়ে যায়।

গ্যাসের স্বল্পচাপে নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। অনেক এলাকায় চুলা জ্বলছে না। কোথাও গভীর রাতে অল্প চাপ পাওয়া যাচ্ছে। এতে বাসাবাড়ির পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ও ছোট খাবারের দোকানগুলোতে রান্না ব্যাহত হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মিরপুর রোডে ক্ষতিগ্রস্ত ভালভটি দ্রুত পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি তুরাগ নদের পাইপলাইনে ঢুকে পড়া পানি অপসারণের কাজও চলছে। তবে কবে নাগাদ গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

চলমান কারিগরি সমস্যার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস #তিতাস গ্যাস #স্বল্পচাপ