বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের সামনে পুলিশ ব্যারিকেড স্থাপন করেছে। একই সঙ্গে র্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার মৃত্যুসংবাদ শুনে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। অনেকেই শেষবারের মতো প্রিয় নেত্রীকে এক নজর দেখতে এসেছেন, আবার অনেকে আবেগ ও ভালোবাসার টানে সেখানে জড়ো হন। দলের কেন্দ্রীয় পর্যায়ের প্রায় সব শীর্ষ নেতা ইতোমধ্যে হাসপাতালের ভেতরে অবস্থান করছেন।
এদিকে, সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে, স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সেখানে কবরের মাপ নেওয়া হয়।
খালেদা জিয়ার দাফনকে ঘিরে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সেখানে একে একে উপস্থিত হচ্ছেন।
এমএ//