আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ প্রবীণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাডো শহরে ওয়ের্ধা দামাই বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জন প্রবীণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানান মানাডো শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থা।

অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমু রোটিনসুলু জানান, খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও প্রবীণদের অনেকের শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের রক্ষা করা সম্ভব হয়নি। ওই সময় অধিকাংশ প্রবীণ নিবাসী ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। যার কারণে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া সম্ভব হয়নি

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দমকল ও উদ্ধার সংস্থা ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছিল এবং ১২ জনকে নিরাপদে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগের সম্ভাবনা দেখা দিয়েছে। সরকার এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইন্দোনেশিয়া #মানাডো শহরে #বৃদ্ধাশ্রমে আগুন #১৬ জন প্রবীণ নিহত