ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চ-এর ডাকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে ঢাকা–সিলেট মহাসড়ক সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় এলাকায় এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা “ওসমান হাদীর হত্যার বিচার চাই”, “খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এমএ//