আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় তীব্র বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানিয়েছেন, এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত এবং ৯০ জন নিখোঁজ রয়েছে।

সংস্থার তথ্যমতে, উত্তর সুমাত্রায় ১১৬ জন এবং আচেহ প্রদেশে ৩৫ জন মারা গেছেন। প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভারি বৃষ্টিপাতে বহু মানুষের মৃত্যুর খবর জানা গেছে।

ইন্দোনেশিয়ায় জুন থেকে সেপ্টেম্বরে বন্যা, ভূমিধস এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে। সম্প্রতি কয়েক দিনের মধ্যে শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ায় বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে এবং আকস্মিক বন্যার ঘটনাও পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। চলতি মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ৩৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইন্দোনেশিয়া #বন্যা ও ভূমিধসে #পশ্চিম সুমাত্রা