সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে এক কলেজছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম আব্দুর রহমান রিয়াদ (১৮)। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁপাড়া এলাকার মো. রেজাউল করিমের ছেলে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন বাহিরগোলা সড়কে এই হামলার ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, চৌরাস্তা মোড়ে বাহিরগোলা সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে ছিলেন রিয়াদ। এ সময় হঠাৎ করে বিভিন্ন দিক থেকে কয়েকজন তরুণ সেখানে এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে রিয়াদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বিকেল সাড়ে চারটার দিকে চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে কলেজছাত্র রিয়াদকে কুপিয়ে আহত করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আই/এ