আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি সহজ করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রার্থীদের জামানতের টাকা ও ভোটার তালিকার সিডির মূল্য জমা দেওয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সব তপশিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব ব্যাংকে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের অর্থ এবং ভোটার তালিকার সিডি কেনার টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। এসব লেনদেন নির্বিঘ্ন করতে শনিবার সারাদেশের ব্যাংক শাখা চালু থাকবে।
এমএ//