বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে নজিরবিহীন উত্থান দেখা যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্ল্যাটিনামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯২ দশমিক ৫১ ডলারে পৌঁছায়। লেনদেনের শুরুতে দাম একপর্যায়ে রেকর্ড ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলার ছুঁয়ে যায়। অন্যদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার বেড়ে পৌঁছায় সর্বোচ্চ ৪ হাজার ৫২০ দশমিক ৬০ ডলারে।
রুপার বাজারেও ছিল শক্তিশালী ঊর্ধ্বগতি। এদিন ধাতুটির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৭২ দশমিক ২৭ ডলারে। লেনদেনের একপর্যায়ে রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলার স্পর্শ করে।
প্ল্যাটিনামের দাম একদিনেই ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৫১ দশমিক ০৫ ডলারে। এর আগে এই ধাতুর দাম সর্বোচ্চ ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার রেকর্ড করে। একই সময়ে প্যালাডিয়ামের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৭ ডলারে পৌঁছায়, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর প্রতি আগ্রহ বেড়েছে। পাশাপাশি আগামী বছরে যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে—এমন আশঙ্কা এই ঊর্ধ্বগতিকে জোরালো করেছে।
এমএ//